সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চরফ্যাশনে যুবলীগ নেতাকে গণধোলাই 

ভোলা প্রতিনিধি

চরফ্যাশনে যুবলীগ নেতাকে গণধোলাই 

ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান মাতব্বরকে পালানোর সময় গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর মহিপুর থেকে আটক করে গণপিটুনি দিয়ে তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

লোকমান শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের নান্নু মাতব্বরের ছেলে। জেলের ছদ্মবেশেও জনতার হাত থেকে রেহাই মেলেনি তার। গত শুক্রবার মহিপুর থানা পুলিশ লোকমানকে চরফ্যাশন থানায় হস্তান্তর করেছে বলে চরফ্যাসন থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন।

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর গা-ঢাকা দেন যুবলীগ নেতা লোকমান মাতব্বর, পরবর্তীতে নৌপথে মহিপুর থানার মৎস্যঘাটে গিয়ে জেলে পরিচয়ে আত্মগোপন করেন। 

ওই ঘাটে থাকা চরফ্যাসনের জেলেরা তাকে চিনতে পেরে বিষয়টি স্থানীয়দের জানালে  গত বৃহস্পতিবার রাতে মহিপুরের বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণধোলাই দিলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। 

এদিকে চরফ্যাসন ও শশীভূষণ থানা সূত্রে জানা যায়, লোকমানের বিরুদ্ধে চার থানায় চাঁদাবাজি, মারধর, ছিনতাই ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তার লোকমান মাতব্বরের নামে চরফ্যাসন থানায় চাঁদাবাজি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ